আওয়ার ইসলাম: নিবন্ধনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে তাদের করপোরেট কর বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ সোমবার রাজস্ব পরিস্থিতি নিয়ে এক অনলাইন সভায় এ হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী।
সভায় মন্ত্রী জানান, কর হার কমানোর পরও, নতুন প্রজন্মের ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। তাই এ অর্থবছরেও প্রতিষ্ঠানগুলো বাজারে না আসলে করপোরেট কর হার বাড়ানো হবে।
এছাড়াও করোনা সংকটের মধ্যে বিদায়ী অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ২ লাখ ১৮ হাজার ৪০৬ কোটি টাকা টাকা, যা ২০১৮-১৯ অর্থবছর থেকে মাত্র ৫ হাজার কোটি টাকা কম। তবে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব আদায় বাড়ানো দিকে গুরত্ব দিতে হবে রাজস্ব বিভাগের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।
এ সময়ে অর্জন সবচেয়ে বেশি জানিয়ে মন্ত্রী রাজস্ব বিভাগের সক্ষমতা বাড়াতে প্রতি জেলায় অফিস স্থাপনসহ দক্ষ লোকবল নিয়োগ দেয়ার কথা জানান।
-এটি