সাভার প্রতিনিধি: উচিত কথা বলতে কাউকে পরোয়া করেন না পীর সাহেব মধুপুর। মন্তব্য করেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের নেতৃবৃন্দ।
আজ ১৬ আগস্ট (রবিবার) দুপুর বারোটায় সাভার পৌরস্থ রাজারবাড়ী মাদরাসা প্রাঙ্গণে আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) এর রোগমুক্তির লক্ষ্যে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে আয়োজিত দু’আ মাহফিলে নেতারা এ মন্তব্য করেন।
আলোচনা সভায় প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হামেদ জাহিরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের এক অপূর্ব সমন্বয় পীর সাহেব মধুপুরী। সামনা-সামনি মুখের উপর হক কথা বলতে তার জুড়ি মেলা ভার! সাহাবীদের অনুসরণে তিনি কাউকে পরোয়া করেন না। খতমে নবুওয়াতের মর্যাদা রক্ষায় তিনি অকুতোভয় সিপাহসালার। তিনি পীর সাহেব মধুপুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি মাহবুবুর রাহমান নবাবগঞ্জীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি নাজমুল হাসান বিন নূরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি ও মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, ও মহাসচিব হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হারুনিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলী আশরাফ তৈয়ব, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের সিনিয়র সহসভাপতি ও আনওয়ারুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মুফতী শাহেদ জহিরী, সহসভাপতি সাভার দারুল উলূমের প্রিন্সিপাল মুফতী আমীনুল ইসলাম কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতি আবদুল্লাহ ফিরোজী, দফতর সম্পাদক গাজী সিদ্দীকুর রহমান, মুফতি ফয়জুর রহমান সাদেকী, মারকাযুল জান্নাত বালিকা মাদরাসার প্রিন্সিপাল মুফতি হোসাইন আহমাদ, জামিয়া খাতামুন্নাবিয়্যীনের শিক্ষা সচিব মাওলানা মুস্তাফিজুর রহমান, মুফতি শিহাবুদ্দীন, মুফতি আনিসুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, ন্যাশন্যাল হার্ট ফাউন্ডেশন মিরপুর পীর সাহেব মধুপুরের হার্টে ইতিমধ্যেই তিনটি রিং পরানো হয়েছে। বর্তমানে বাসায় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এমডব্লিউ/