আওয়ার ইসলাম: ইসরায়েলের সাথে আরব আমিরাত চুক্তি করে ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস।
আজ সংগঠনের যুগ্ম মহাসচিব ওয়ালী উল্লাহ আরমান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি।
বিজ্ঞপ্তিতে ইসরায়েলের সাথে আরব আমিরাতের চুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটির মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দিন ইকরাম বলেছেন, ইসলামবিদ্বেষী অপশক্তির প্রত্যক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতায় অবৈধ ইসরায়েল গত সাতদশক যাবত অসংখ্য নিরীহ মুসলমানের রক্তে মধ্যপ্রাচ্যের মাটি রঞ্জিত করেছে। লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। এমনকি আমিরাতের সাথে কথিত চুক্তির দিনেও ফিলিস্তিনে হামলা করেছে। ন্যুনতম বিবেক ও মানবতা আছে এমন যেকোনো ধর্মের মানুষ জায়নবাদী ইসরায়েলের এমন কর্মকান্ডের প্রতিবাদ করে।
অথচ মধ্যপ্রাচ্যের জনবিচ্ছিন্ন মুসলিম শাসকদের কেউ কেউ নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে তাদের পশ্চিমাদের ফর্মুলা মেনে সেই ইসরায়েলের পদলেহন করছে।
বিবৃতিতে জমিয়ত নেতৃবৃন্দ এই চুক্তির তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে তা বাতিলের দাবী জানান।
এমডব্লিউ/