রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

বালাগঞ্জের মোরারবাজারে জলাবদ্ধতা, জনমনে ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারসহ ওই ইউনিয়নের রাস্তায় বড় বড় গর্ত আর জলাবদ্ধতায় নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। মোরারবাজের মাঝ বরাবর সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের দুরবস্থার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকাবাসী জরুরী ভিত্তিতে মোরারবাজারসহ অত্র ইউপির বিভিন্ন সড়ক সংস্কার, ড্রেন নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা গেছে, গত প্রায় ৬/৭ বছর যাবত স্থানীয় সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে প্রয়োজনীয় সংস্কার কাজ না করায় ওই সড়কের মোরারবাজারের ভিতরের অংশে সীমাহীন দুর্ভোগ দেখা দিয়েছে। দীর্ঘদিন যাবত সড়কে কাদাজলে একাকার হয়ে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম আসলে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতায় পথচারী, ছাত্র-ছাত্রী, ক্রেতা-বিক্রেতাদের চলাচল অসম্ভব হয়ে পড়েছে।

সড়কে চলাচলকারী যানবাহন, যাত্রী এবং পথচারীরা এ অবস্থায় মারাত্মক হয়রানির মধ্যে পড়েছেন। গর্তের কারণে প্রায়ই বাজারের মধ্যে ছোটখাট দুর্ঘটনা ঘটছে। বাজারে চলাচলের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরাও অব্যাহত লোকসানের মধ্যেও পড়েছেন বলে সংশ্লিষ্টরা অভিযোগ জানিয়েছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং এলাকাবাসী জরুরী ভিত্তিতে মোরারবাজার সহ অন্যান্য সড়ক সংস্কার, ড্রেন নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোরারবাজার পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আলম, মোরারবাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, গহরপুর অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. লিলু মিয়া প্রমুখ আলাপকালে জরুরী ভিত্তিতে বাজারের সড়ক সংস্কার, ড্রেন নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে গত মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মোরারবাজারে সড়ক সংস্কার, ড্রেন নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়নের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য এসএম সাহেদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ