রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

গৌরীপুরে ‘প্রোটিন সোর্স’র বিষ্ঠার দুর্গন্ধে এলাকাবাসি অতিষ্ঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফাচ্ছেল হুসাইন
গৌরীপুর (ময়মনসিংহ) থেকে>

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ময়মনসিংহ–নেত্রকোনা হাইওয়ে সড়কের পাশে গড়ে উঠা প্রোটিং সোর্স নামক প্রতিষ্ঠানের বিষ্ঠার দুর্গন্ধে কারণে নাক মুখ বন্ধ করে চলাচল করতে হচ্ছে পথচারীদের। ফলে অতিষ্ঠ জীবনযাপন করে যাচ্ছে এলাকাবাসি, কৃষক ও স্কুল শিক্ষার্থীরা।

বিষয়টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বেশ কয়েক বার জানিয়েছিলো এলাকাবাসী। তারপরেও ব্যবস্তা নেয়নি কর্তৃপক্ষ। স্কুল শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা বেশ কয়েক বার আন্দোলন করলেও কোন ফলাফল আসেনি।

জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক অত্র এলাকার প্রভাবশালী নেতা কৃষিবিদ ড.সামীউল আলম লিটন।

শীমুলিয়া প্রাথমিক স্কুলের শিক্ষক আব্দুল মাজেদ তালুকদার বলেন, অতিরিক্ত দুর্গন্ধের কারনে আমাদের স্কুলে থাকা কষ্টকর হয়ে যায়। দুর্গন্ধের কারনে শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। আমরা ভালোভাবে ক্লাসে বসতে পারি না। দীর্ঘদিন ধরেই এ সমস্যা চলমান, ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলেও তারা আশানুরূপ উদ্যোগ নিতে পারেননি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ সমস্যার সমাধান অতীব জরুরি।

শীমুলিয়া গ্রামের বাসিন্দা রাসেল আহমেদ বলেন, আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ শান্তিতে রাস্তায় চলাচল করতে পারছে না। প্রচন্ড দুর্গন্ধ থাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। নষ্ট হচ্ছে দরিদ্র কৃষকদের ফসলের জমি। ব্যাপকহারে পরিবেশ দূষণ হচ্ছে।

তিনি আরও বলেন, এই বিষয়ে গ্রাম বাসি অনেকেই মুখ খুলতে ভয় পায়, তাই এর একটা সুন্দর সমাধান কামনা করছি।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেজুঁতি ধর জানান, বিষয়টি আমি অবগত ছিলাম না, যেহেতু এই প্রতিষ্ঠানের বিষ্টার দুর্গন্ধের কারনে সাধারন মানুষের অসুবিধায় রয়েছেন, তাই যত দ্রুত সম্ভব আমি ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।

তিনি আরো জানান, যত বড় প্রভাবশালী ব্যাক্তি হোক না কেন, যদি তার প্রতিষ্ঠানের কারনে সাধারন মানুষ সমস্যার সম্মুখীন হয় তাহলে কোন ছাড় দেয়া হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ