রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

ময়মনসিংহে নার্সারিতে এডিস মশার লার্ভা, ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ জিলা স্কুল সংলগ্ন এভারগ্রিন নার্সারিতে এডিস মশার লার্ভা পাওয়ায় নার্সারি মালিককে জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আজ অভিযান চালায় মসিকের ভ্রাম্যমাণ আদালত,তারই অংশ হিসেবে জিলা স্কুল সংলগ্ন এভারগ্রিন নার্সারিতে অভিযান চালালে সেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় নার্সারি মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান জানান, ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে আজ থেকে অভিযান শুরু হলো। পরবর্তীতে বাড়ি-প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবনে আমাদের অভিযান পর্যায়ক্রমে আরও বাড়বে। বর্ষা মৌসুমে ডেংগু ও চিকনগুনিয়া থেকে সিটি করপোরেশনের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে একই দিনের অভিযানে সানকি পাড়া হেলথ অফিাসরের গলি এলাকায় রাস্তায় নির্মান সামগ্রী রেখে ক্রেশার মেশিন দিয়ে ইট ভাংগিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযান পরিচালনাকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার সরকারসহ সিভিল সার্জন ময়মনসিংহ দপ্তরের এনটমোলজিস্ট, স্বাস্থ্য সহকারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ