বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

বন্যা ও করোনা দূর্যোগে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যা ও করোনা দূর্যোগে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

সোমবার কামরাঙ্গীরচরে দলের কেন্দ্রীয় মারকাজে দলের প্রয়াত কেন্দ্রীয় নেতা মাওলানা হেদায়াতুল্লাহ বাশার রহ. এর স্মরণে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, দেশের উত্তর পূর্বাংশের জেলাগুলোতে বন্যায় ব্যপক ক্ষতিগ্রস্থ হচ্ছে লক্ষ লক্ষ পানিবন্দি মানুষ। একদিকে করোনা মহামারি অপরদিকে বন্যার কারণে মানুষের জীবন জিবিকা হুমকিতে পড়েছে। এমনিতেই দীর্ঘদিন করোনা মহামারির কারণে সাধারণ মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দরিদ্রসহ মধ্যবিত্ত পরিবারগুলোও অতি কষ্টে দিনাতিপাত করছে।

এখনো অনেক অসহায় পরিবারের কাছে সরকারি বেসরকারি কোন সহযোগিতাই পৌছেনি। নদী রক্ষাবাধ নির্মাণে দূর্নীতি ও নদী ভাঙ্গন রোধে পরিকল্পিত ব্যবস্থা না থাকার কারনেই বার বার বন্যায় ক্ষতির সম্মুক্ষিন হচ্ছে দেশের জনগণ। পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়ার আগেই সরকারের উচিত অসহায় মানুষের জীবন বাচাতে কার্যকর ব্যবস্থা গ্রহন করা।

তিনি এ অবস্থায় অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য মাওলানা হেদায়াতুল্লাহ বাশারের ত্যাগ ও কুরবানী চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি আজীবন খেলাফত আন্দোলনের দায়িত্ব পালনে একজন নিবেদিত প্রাণ ছিলেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, নায়েবে আমীর মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মীর ইদরিস, মাওলানা সাঈদুর রহমান, হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা ফিরোজ আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।

অর্থ সম্পাদক জনাব শাহজাহান, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ, এডভোকেট মুহাম্মদ লিটন চৌধুরী, মাওলানা সাজেদুর রহমান, ডাঃ নিয়ামত আলী ফকির, আলহাজ আব্দুল মালেক চৌধুরী, মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আফম আকরাম হুসাইন, মাওলানা সালাহউদ্দিন জয়নাল ও হাফেজ আবুল কাশেম রায়পুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ