বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনে মাদরাসা খুলে দিতে কওমী মহিলা মাদরাসা পরিষদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়া লিল বানাত” বাংলাদেশ (বাংলাদেশ কওমী মহিলা মাদরাসা পরিষদ) এর নেতৃবন্দ সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত কওমী মাদরাসাগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছেন।

শনিবার সকালে গোলাপবাগ মহিলা মাদরাসায় অনুষ্ঠিত কওমী মহিলা মাদরাসা পরিষদের এক জরুরী সভায় নেতৃবৃন্দ এদাবি জানিয়েছেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, মাদরাসাগুলো বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের পড়া-লেখা ক্ষতিগ্রস্থ হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাগণ বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। ভাড়া ভবনে পরিচালিত মাদরাসাগুলো ভাড়া পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। বাড়ী ভাড়া দিতে না পারায় অনেক মাদরাসা বন্ধ হয়ে যাচ্ছে। আর্থিক দিক বিচেনায় গার্মেন্টসসহ ব্যবসা প্রতিষ্ঠান যেখানে খুলে দেয়া হয়েছে সেখানে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের জীবন জীবিকার তাগিদে মাদরাসাসহ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সময়ের যৌক্তিক দাবি।

‘করোনা পরিস্থিতি উন্নতির সহসা কোন লক্ষণ দেখা যাচ্ছে না বিধায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের সকল কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে বিশেষজ্ঞগণ মতামত ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেছেন। কওমী মাদরাসাগুলো যেহেতু কুরবানীর পশুর চামড়া সংগ্রহ করে। যদি কুরবানীর ঈদের পূর্বে মাদরাসা খুলে দেয়া না হয় তাহলে মাদরাসাগুলো একদিকে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হবে অন্যদিকে চামড়া শিল্পেও ধস নামার সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং, দ্রুত সময়ের মধ্যে মাদরাসাগুলো খোলার অনুমতি প্রদানের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কওমী মহিলা মাদরাসা পরিষদ জোর দাবি জানাচ্ছে।’

পরিষদের আহ্বায়ক মুফতি ফয়জুল্লাহ ইবরাহিমীর সভাপতিত্বে ও মুফতি বশিরুল হাসান খাদিমানীর সঞ্চালায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল কুদ্দুস, মুহতামিম জামিয়া মিল্লিয়া মহিলা মাদরাসা মিরপুর। মাওলানা আনোয়ারুল হক, মুহতামিম উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসা ভাটারা। মুফতি আবুল হাসান শামসাবাদী, মুহতামিম খাতুনে জান্নাত মহিলা মাদরাসা মানিকনগর। মাওলানা ফজলুর রহমান, মুহতামিম ফয়জুল উলুম মহিলা মাদরাসা শনিরআখড়া। মুফতি বশিরুল্লাহ মাদানীনগর। মুফতি আবু বকর কাসেমী, মুহতামিম জামেয়া ইবরাহিমিয়া কাজলা। মুফতি কামরুজ্জামান, দারুল উলুম মহিলা মাদরাসা আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ। মাওলানা হুসাইন আহমদ, শিক্ষা সচিব গোলাপবাগ মহিলা মাদরাসা।

আরো উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মাহমুদুল হাসান ছনটেক মহিলা মাদরাসা, মাওলানা আনোয়ার জাফরী নারায়নগঞ্জ, মুফতী জুবায়ের আহমদ মুগদা, মুফতী জামিল আহমদ কামরাঙ্গীরচর, মুফতী আহমদ শফি তুরাগ, মাওলানা শফিকুল ইসলাম চকবাজার, মাওলানা সাইফুল ইসলাম মুহাম্মাদপুর, মাওলানা মাহমুদ জাকির রামপুরা, মাওলানা ইয়াকুব আলী বাড্ডা, মাওলানা জয়নুল আবেদীন ওয়ারী, মাওলানা মোস্তফা আল হুসাইনী মুগদা, মুফতী মাহফুজুর রহমান রুপনগর, মুফতী মিজানুর রহমান কাসেমী মানিকগনর, মুফতী মুফিজুল ইসলাম তুরাগ, মাওলানা কাজি আশরাফুল ইসলাম লালবাগ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ