আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সামীম মোহাম্মদ আফজালের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন সামীম। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ইসলামিক ফাউেন্ডশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরআগে দীর্ঘ ২৫ বছর জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন সামীম মোহাম্মদ আফজাল।
-এএ