আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের রূহের মাগফিরাত কামনায় ইসলামিক ফাউেন্ডশনের পক্ষ থেকে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহা. মহিবুল্লাহিল বাকি নদভী।
মুনাজাতে ইসলামিক ফাউেন্ডশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মুহা. আবুল কাশেম মজুমদার, উপ-পরিচালক মুহা. আবু বকর সিদ্দিক, মুহা. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন কমর্কর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন সামীম। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ইসলামিক ফাউেন্ডশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে দীর্ঘ ২৫ বছর জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন সামীম মোহাম্মদ আফজাল।
-এএ