আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, উজ্জলের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২০ জুন শনিবার করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাদেক হোসেন খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
-এএ