আওয়ার ইসলাম: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মুহা. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে গত ১০ জুন থেকে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৮৬তম ব্যাচের মুহা. আলী নূর পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত আছেন।
এর আগে তিনি জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। জীবন বীমার আগে মুহা. আলী নূর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
-এএ