আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেছেন, মাথার উপর মহাবিপদ তথা করোনা ভাইসের মধ্যেও এক শ্রেণীর মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি, ধোকাবাজি, খুন খারাবি ও গুণাহের কাজ করেই যাচ্ছে। রাষ্ট্রের পরিচালকসহ সমাজের সকলকে সব ধরণের অপরাধ ও গুণাহ ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তাওবা ইসতেগফারের মাধ্যমে অধিক পরিমান কান্নাকাটি করতে হবে। রাষ্ট্র, পরিবার ও সমাজের সকল ক্ষেত্রে আল্লাহর দেয়া বিধি-বিধান মতে পরিচালনার অঙ্গীকারই আমাদেরকে করোনা ভাইরাস থেকে নাজাত দিতে পারে।
আজ মঙ্গলবার পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার মানুষের দুঃখ কষ্ট বুঝতে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে যেখানে বিদ্যুতের বিল কম হওয়ার কথা ছিলো, সেখানে অনুমান ভিত্তিক বিদ্যুৎ বিল অধিক আরোপ করে মানুষের উপর জুলুম করা হয়েছে। দেশের মানুষের কথা চিন্তা করুন। ন্যায্য বিদ্যুৎ বিল করতে নির্দেশ দিন। মানুষের উপর জুলুমের পরিনিতি ভালো বয়ে আনবে না।
মাওলানা কাসেমী বাড়ি মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ আপনাদের বাড়ির মালিক বানিয়েছেন, এ কঠিন পরিস্থিতিতে মানুষদের প্রতি সদয় হোন। বাড়ি ভাড়া মওকুফ করে দিয়ে অধিক সওয়াব হাসিল করুন। আল্লাহ এর বিনিময় বিপদ আপদ থেকে রক্ষা করবেন।
তিনি বলেন, অনেক মিল-ফ্যাক্টরীতে শ্রমিক ছাটাইয়ের নামে চাকুরীচ্যুত করা হচ্ছে। এ ব্যাপারে আল্লাহকে ভয় করুন। শ্রমিকদের শ্রম দিয়ে তো অনেক টাকা উপার্জন করেছেন, বাড়ি-গাড়ি ও সম্পদের মালিক হয়েছেন। সুতরাং এ কঠিন পরিস্থিতিতে তাদের প্রতি সদয় হয়ে চাকুরীতে বহাল রাখুন। আল্লাহ আপনাদের ব্যবসা বানিজ্যে বরকত দান করবেন।
দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ড. মাওলানা জি এম মেহেরুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলনা মুহসিনুল হাসান, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।
-এএ