আওয়ার ইসলাম: জনগণের জন্য কাজ করতে গিয়েই আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা করোনায় সংক্রমিত হচ্ছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পাশাপাশি বিএনপি নেতাদের সুস্থতাও কামনা করেন তিনি।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সদ্যপ্রয়াত নেতাদের আত্মার শান্তি ও অসুস্থ নেতাকর্মীদের আরোগ্য প্রার্থনা এবং দোয়া মাহফিল শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা জনগণকে সহায়তার জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। আর তা করতে গিয়ে ইতোমধ্যে অসংখ্য নেতাকর্মী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।
তিনি বলেন, দলের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে বরেণ্য নেতা মোহাম্মদ নাসিম, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ এবং সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান মৃত্যুবরণ করেছেন। এর মূল কারণ হচ্ছে, তারা জনগণের পাশে থেকে কাজ করছিলেন।
বিএনপি নেতাদের সুস্থতা কামনা করে তিনি বলেন, কেউ সংক্রমিত হোক, সেটা আমরা কখনো কামনা করি না। তারা সবাই সুস্থ থাকুক এবং আমরাসহ দেশের সব মানুষ যেন সুস্থ থাকে সেটিই কামনা করি।
যারাই জনগণের পাশে থেকে কাজ করছেন, তারাই সংক্রমিত হচ্ছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ জন্যই আওয়ামী লীগে সংক্রমণের সংখ্যা বেশি। অন্যদিকে বিএনপি নেতারা জনগণের পাশে না দাঁড়িয়ে হাত গুটিয়ে বসে আছেন, ঘরের মধ্যে থেকে প্রেস ব্রিফিং করছেন। তাই তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম।
-এএ