আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীর। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহ-সভাপতি নজরুল কবীর।
তিনি বলেন, ভাইরাসটির উপসর্গ দেখা দেয়ায় নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে। তবে তিনি বর্তমানে ভালো আছেন এবং নিজ বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে আছেন।
এর আগে সম্প্রতি এই ভাইরাসটিতে সংক্রমিত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। হাসপাতালে থেকে তিনি চিকিৎসাও নিয়েছেন। বর্তমানে সুস্থ হয়ে ফের কাজে যোগদান করেছেন তিনি।
-এএ