আওয়ার ইসলাম: ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা পজিটিভ।
তিনি আরও বলেন, মানসিকভাবে ঠিক আছি। স্বাস্থ্যবিধি মেনে বাসায়ই চিকিৎসা নিচ্ছি। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৮৮ জন।
এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনের। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৮ জন। মোট সুস্থ হয়েছে ৪২ হাজার ৯৪৫ জন।
-এএ