বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

করোনায় বন্ধ সব মাদরাসা, তবুও মাত্র ৯ মাসে হাফেজ হলো জুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

ছোট্ট ছেলেটির নাম হাফেজ জুবায়ের। বয়স মাত্র ৯। পড়াশোনা করছে জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মানিকনগর ঢাকায়। মাত্র নয় মাসে পবিত্র কুরআন মুখস্থ করেছে এই ছেলেটি। তার শিক্ষক হাফেজ শরিফুল ইসলামের নিবিড় পরিচর্যা ও তত্ত্বাবধানে পবিত্র কুরআনের প্রতিটি আয়াত বুকে ধারণ করেছেন নিষ্পাপ এই শিশু।

আনুমানিক অক্টোবর ২০১৯ থেকে জুবায়ের পবিত্র কুরআন হিফজ করতে শুরু করে। এর মধ্যে মার্চ ২০২০ থেকে সরকার সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ায় জুবায়ের তার বাড়িতে চলে যায়। কিন্তু থেমে থাকেনি তার শিক্ষা কার্যক্রম। নিয়মিত শিক্ষকদের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে দিকনির্দেশনা নিয়ে করোনা কালেও হিফজ কার্যক্রম চালিয়ে গেছেন। যার সুবাদে গত ৫ জুন সে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে।

তার এই সফলতায় জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মানিকনগর ঢাকার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদ আনন্দ উপভোগ করছেন। তিনি জানিয়েছেন, শিক্ষকের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো, যখন কোন শিক্ষার্থী সফলতা অর্জন করতে পারে। আমার কাছে মনে হচ্ছে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত আমি এখন পার করছি। আমার একজন ছাত্র করোনাকালেও মাত্র ৯ মাসে পরিশ্রম ও মেধা কাজে লাগিয়ে হাফেজ হয়েছে, এতে আমি অত্যন্ত আনন্দিত। আমি তার সর্বাঙ্গীন সফলতা কামনা করি।

"এছাড়াও কৃতজ্ঞতা জানাই হাফেজ শরিফুল ইসলামের প্রতি। তিনি আমাদের প্রতিষ্ঠান হিফজুল কোরআন বিভাগের শিক্ষক। তার অক্লান্ত মেহনত এবং প্রচেষ্টায় শিক্ষার্থীরা মাদ্রাসার জন্য একের পর এক সফলতা বয়ে আনছে। সর্বশেষ হাফেজ জোবায়ের সফলতায় আমাদের মাদরাসার মুখ উজ্জ্বল হয়েছে।" যোগ করেন জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মানিকনগর ঢাকার প্রিন্সিপাল হাফেজ মাওলানা জুবায়ের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ