আওয়ার ইসলাম: ফেনী জেলার বৃহত্তম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া উলামা বাাজার মাদরাসার প্রবীন মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আবু তাহের মুহাম্মদ আব্দুল্লাহ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি বলেন, মাওলানা আবু তাহের সাহেবের ইন্তেকালে দেশবাসী একজন আল্লাহ ওয়ালা বিদগ্ধ আলেমে দ্বীন হারালো, এ অভাব সহজে পূরণ হবার নয়। তিনি শুধু ওলামা বাজার মাদরাসার নায়েবে মুহতামিম নন, বরং তিনি ফেনী জেলা কওমি মাদ্রাসার সংগঠন তানযীমুল মাদারিসিল কওমিয়া এর একজন প্রধান কর্মকর্তা। এছাড়াও ফেনী জেলার বিভিন্ন মাদ্রাসার শুরা কমিটির সদস্য ছিলেন ৷
পীর সাহেব চরমোনাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
-এএ