আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী হাফেজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল হাইআতুল উলয়্যা লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশ ও জাতীয় মুফতি বোর্ডের সদস্য, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব এবং আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী।
রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আরেকজন ভালো মানুষকে হারালাম। তিনি ছিলেন উদার হৃদয়ের অধিকারী। অনেক বেশি আন্তরিক। আলেমদের প্রতি শ্রদ্ধাভাজন এবং বিশেষ করে মাদারিসে কওমিয়া ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী। ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছ থেকে পরামর্শ নিতেন।
‘অল্প কিছু দিনের মধ্যেই তিনি মানুষের ভালোবাসা, সহানুভূতি ও দোয়া অর্জন করে নিয়েছিলেন। তিনি একজন মহৎ ও সৎকর্ম পরায়নশীল ছিলেন। মন্ত্রীত্বে বেশিদিন ছিলেন না; তবে এ কয়েকদিনে গুরুত্বপূর্ণ কিছু কাজ তিনি করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন। জান্নাত নসিব করুন। যে ভালো কাজগুলো তিনি করে গিয়েছেন এর জাযা ও প্রতিদান দান করুন।’
মুফতি মোহাম্মদ আলী মরহুমের রুহের মাগফিরাত এবং আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম কামনা করেন। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
-এএ