আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী হাফেজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান, জামি'আ দ্বীনিয়া ঢাকার শাইখুল হাদীস মাওলানা আব্দুস সামাদ।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন উদার হৃদয়ের অধিকারী। অনেক বেশি আন্তরিক। কওমি মাদরাসার স্বীকৃতি বাস্তবায়নে তার অবদান অনস্বীকার্য।
‘অল্প কিছু দিনের মধ্যেই তিনি মানুষের ভালোবাসা, সহানুভূতি ও দোয়া অর্জন করে নিয়েছিলেন। তিনি একজন মহৎ ও সৎকর্মশীল ছিলেন। মন্ত্রীত্বে বেশিদিন ছিলেন না; তবে এ কয়েকদিনে গুরুত্বপূর্ণ কিছু কাজ তিনি করে গেছেন। বাংলাদেশে এমন ধর্ম প্রতিমন্ত্রীর ইতিহাস বিরল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন। জান্নাত নসিব করুন। যে ভালো কাজগুলো তিনি করে গিয়েছেন এর জাযা ও প্রতিদান দান করুন।
মাওলানা আব্দুস সামাদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
-এএ