আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরেক দফা বাড়াতে চলেছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়িয়ে দিচ্ছি। আগামীকাল তারিখ নির্ধারণের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।
তিনি জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। উভয় মন্ত্রণালয়ই একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত ছুটির মেয়াদ বাড়াবে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুজন পদস্থ কর্মকর্তা জানান, ৩০ জুন পর্যন্ত স্কুল-কলেজের ছুটির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় এ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কয়েক দফা বাড়ানো হয়। গত ১৭ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সাধারণ ছুটির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছুটির সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এমনকি ঘরে বসেই শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেয়া হয়েছে।
-এএ