আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর গলা ও ফুসফুসের সংক্রমণ কমতে শুরু করেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মুহা. ফরহাদ। চিকিৎসকদের বরাতে তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর গলা ও ফুসফুসের প্রদাহ ধীরে ধীরে কমতে শুরু করেছে। সংক্রমণ কমতে থাকায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ডায়ালাইসিস ও বিশেষায়িত চেস্ট ফিজিওথেরাপিসহ তার অন্যান্য চিকিৎসা চলমান আছে।
তিনি আরো বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে রাজধানীর কলাবাগানে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এবং চিকিৎসকরা হাসপাতাল ছাড়ার অনুমতি না দেওয়া পর্যন্ত তাকে সেখান থেকে যেতে দেওয়া হবে না।
এর আগে গতকাল শুক্রবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তার ফুসফুসের সংক্রমণ অনেকটাই কমে গেছে। বর্তমানে দিনের অধিকাংশ সময় অক্সিজেন ছাড়াই থাকছেন।
গত ২৫ মে নিজেদের উদ্ভাবিত কিটে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পিসিআর টেস্ট করালেও একই রেজাল্ট আসে। গত ২৬ মে তিনি প্রথম প্লাজমা থেরাপি নেন। এরপর আরো দুইবার তিনি প্লাজমা থেরাপি নেন।
জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
-এএ