বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

‘মহামারি থেকে মুক্তির জন্য পাপ, দুর্নীতি ও অপরাধ থেকে মানুষকে তাওবাহ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সব ধরণে মহামারি দুর্যোগ মানুষের হাতের কামাই। বর্তমানে চলমান করোনা ভাইরাসের মহামারি থেকে মুক্তির জন্য বেশি বেশি তাওবাহ-ইস্তিগফার ও দোয়া করতে হবে। সকল প্রকার পাপ কর্ম, দুর্নীতি ও অপরাধ থেকে মানুষকে তাওবাহ করতে হবে। আল্লাহর সাহায্য চাইতে হবে। যেখানে মানুষের প্রচেষ্টা ব্যর্থ সেখানে আল্লাহর সাহায্যই একমাত্র ভরসা। তাই একই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য চেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনার সংক্রমণ থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর মুক্তি কামনায় আজ শুক্রবার সকাল ১০টায় খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত ভার্চুয়াল দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে জুম এ্যাপের মাধ্যমে আয়োজিত এ ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

অনুষ্ঠানে করোনা ভাইরাসের আক্রমন থেকে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া-মুনাজাত পরিচালনা করেন আমিরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

দোয়ায় বিভিন্ন রোগে অসুস্থ হেফাজতে ইসলামরে আমির আল্লামা শাহ আহমদ শফী, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. কে এম নজরুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল আলম আল মামুন এবং করোনা আক্রান্ত সকল মানুষের আশু সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আবদুল জলিল,

ঢাকা মহানগরী সহসভাপতি মুহা. জহিরিুল ইসলাম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, এইচ এম হুমায়ুন কবির আজাদ, মুফতি আজীজুল হক, কাজী আরিফুর রহমান, হাজী হারুনূর রশীদ, মুফতি সাইফুল হক, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ