বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

বাজেটের টাকা কোথা থেকে আসবে সে চিন্তা আমরা করিনি: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষকে বাঁচানোর প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘টাকা কোথা থেকে আসবে সে চিন্তা আমরা করিনি। মানুষকে বাঁচাতে হবে, কমর্সংস্থানের ব্যবস্থা করতে হবে। গ্রামের অর্থনীতিসহ সামষ্টিক অর্থনীতিতে প্রাণ সঞ্চার করতে হবে। অর্থ যাই লাগবে, জোগাড় করা হবে।’

শুক্রবার ২০২০-২১ অর্থবছরের মোট পাঁচ লাখ ৬৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এ যাত্রায় দেশের সব মানুষের সহযোগিতা চাই। সাংবাদিক, অর্থনীতিবিদ, সবাইকে বলতে চাই, সবার দায়িত্ব আছে। আল্লাহ বলেছেন, আমি একজন নারী ও একজন পুরুষ থেকে মানুষ তৈরি করেছি। ছোট গোত্রে বিভক্ত করেছি যাতে একে অন্যকে চিনতে পারো। দেশের মানুষের দায়িত্ব অন্যদের রক্ষা করা। যে যার জায়গা থেকে সাহায্যের হাত সম্প্রসারণ করবেন এটি চাই। সবার পাশে দাঁড়িয়ে করোনা মোকাবিলা করতে হবে। অন্ধকার মোকাবিলা করে আসুন আলোর পথের যাত্রী হই।

নতুন অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সম্পর্কে অর্থমন্ত্রী বলেছেন, ‘অতীতের অর্জনের ধারাবাহিকতায়’ এই লক্ষ্য ঠিক করেছি।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং এই বিষয়টি সবার-ই মনে রাখা উচিত বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এখন যারা বাংলাদেশকে গরিব দেশ বলেন, তারা পক্ষান্তরে নিজে নিজেকেই ছোট করছেন।’

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বাংলাদেশকে গরিব দেশ হিসেবে আখ্যা দিয়ে প্রশ্ন শুরু করলে অর্থমন্ত্রী ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে বলেন, বাংলাদেশকে ‘গরিব দেশ’ বলায় আপনি নিজেকেই ছোট করলেন। আপনি সাংবাদিক। আপনি কীভাবে বাংলাদেশকে গরিব দেশ বলেন? আমরা তো গরিব দেশ নই। আমরা উন্নয়নশীল দেশ। ভারত ও চীন কিন্তু আমাদের কাতারে রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, পৃথিবীতে আরও অনেক দেশই বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় রয়েছে। আমেরিকার অবস্থাতো আমাদের চেয়েও খারাপ। ক্যালিফোর্নিয়ায় কত মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাহলে আমেরিকা কি গরিব দেশ? আমেরিকা তো গরিব দেশ নয়।

অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেট হলো ‘মানুষকে রক্ষার বাজেট’। টাকা কোথা থেকে আসবে, প্রধানমন্ত্রী সেই চিন্তা করেননি। মানুষকে বাঁচাতে হবে। তাই আয়ের অপেক্ষা না করে খরচের হিসাব করেছেন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী, কৃষিমন্ত্রী ড.আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, পরিকল্পনা কমিশনের সদস্য ড. সামসুল আলম, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম বলেন, ‘রাজস্ব বোর্ডের জন্য টার্গেট অনুযায়ী রাজস্ব আদায় করা কঠিন হবে—যদি করোনাকাল লম্বা হয়। তবে করোনাকাল লম্বা না হলে এই টার্গেট অর্জন করা অসম্ভব নয়।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ