আওয়ার ইসলাম: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি বলেন, লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তবে তার চিকিৎসা চলতে থাকবে।
নাসিমকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তারা।
তিনি আরও বলেন, মোহাম্মদ নাসিমকে যদি তার পরিবার বিদেশ নিতে চান, তাহলে তারা নিতে পারেন। তবে সঠিক ব্যবস্থা করে তাকে বিদেশ নিতে হবে। কারণ তার অবস্থা খুবই সংকটাপন্ন।
গত ১ জুন শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর গত শুক্রবার ভোরে স্ট্রোক করেন তিনি।
পরে ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। তারপর থেকে গভীর কোমায় রয়েছেন সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী।
-এএ