বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

মাওলানা কেফায়েত উল্লাহ নূরের ইন্তেকালে মাওলানা আবূ মূসার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ব্রাহ্মণবাড়িয়ার মুফতিয়ে আজম আল্লামা মুফতি নূরুল্লাহ রহ. এর বড় সাহেবজাদা মাওলানা কেফায়েত উল্লাহ নূরের ইন্তেকালে রাজধানীর শেখ জনুরুদ্দীন রহ. দারুল কোরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আবূ মূসা গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা কেফায়েত উল্লাহ নূরের দেওবন্দের এ সহপাঠী শোক প্রকাশ করেন। বিবৃতিতে শিক্ষাজীবনের একাধিক মধুময় স্মৃতির কথা স্মরণ করে মহান আল্লাহর নিকট তার জন্য জান্নাতের উঁচু মর্যাদা কামনা করেন তিনি।

মাওলানা মুহাম্মদ আবূ মূসা বলেন, ১৯৮৯/৯০ সালে আমরা যখন দেওবন্দে ছিলাম তখন আমাদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। পারিবারিকভাবেই আমাদের এই সম্পর্কের ভিত্তি। আমার নানাজান মাওলানা দেলোয়ার হুসাইন (ফেনোয়ার হুজুর) রহ. ছিলেন হজরত হুসাইন আহমাদ মাদানি রহ. এর অন্যতম খলিফা আর মাওলানা কেফায়েত উল্লাহ নূরের পিতা আল্লামা মুফতি নূরুল্লাহ রহ. ছিলেন আমার নানাজানের স্নেহধন্য শিষ্য- সেই হিসেবে মুফতি সাহেবকে আমি মামা সম্মোধন করতাম আর কেফায়েত উল্লাহকে নূরকে ডাকতাম ভাই বলে। মূলত এখান থেকেই আমাদের গভীর আধ্যাত্মিক সখ্যতা গড়ে ওঠেছিল।

আজ যখন আওয়ার ইসলামের মাধ্যমে তার ইন্তেকালের খবর জানতে পারি তখন খুবই মর্মাহত হই, তার মতো অমায়িক, সদা রসিক একজন মানুষকে হারিয়ে অত্যন্ত ব্যথা অনুভব করছি। আল্লাহর নিকট দোয়া করি- তিনি তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন। আমিন।

এছাড়া, তার মৃত্যুতে তার পরিবার সন্তানসন্ততি সবাই যেন ধৈর্য ধারণ করেন মাওলানা আবূ মূসা সেই আহবানও জানিয়েছেন। তিনি বলেন, নূর ভাইয়ের সন্তানরা যেন তাদের পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারেন এবং তারা সকলে যোগ্য পিতা ও যোগ্য দাদার যোগ্য উত্তরসূরী হতে পারেন- এই কামনা করি।

বিবৃতির শেষে রাজধানীর স্বনামধন্য আলেমেদীন মাওলানা আবূ মূসা দেশের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি আল্লামা আহমদ শফী, আল্লামা নূর হোসাইন কাসেমি ও মাওলানা আব্দুল কুদ্দুস এর সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ