আব্দুল্লাহ আফফান: বাংলাদেশে খতমে নবুওয়ত আন্দোলনের অন্যতম রুপকার, হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, বেফাকুল মাদারিসের কেন্দ্রীয় সহ সভাপতি, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার অন্যতম সদস্য, জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম অসুস্থতায় ভুগছেন।
আজ বৃহস্পতিবার উনার বড় ছেলে মাওলানা রাশেদ বিন নুর আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা রাশেদ বিন নুর বলেন, আব্বা রমজানের ২৮ তারিখে হঠাৎ করে প্রচন্ড জ্বর অনুভব করেন। তখন আমরা ঢাকা খিদমাহ হাসপাতালের ডা. জিয়াউল করিমের তত্বাবধানে তার চিকিৎসার ব্যবস্থা করি। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছেন। বর্তমানে প্রচন্ড কাশি ও মাথা চক্কর ও অতি দুর্বলতায় ভুগছেন। দুর্বলতা কারণে তিনি বিছানা থেকে উঠতে পারেন না।
‘মাঝে মাঝে আব্বার ডায়বেটিস লো হয়ে যায়। বর্তমানে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় আব্বার চিকিৎসা চলছে’ বলে যোগ করেন তিনি। তিনি আল্লামা নুরুল ইসলামের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
-এএ