আওয়ার ইসলাম: করোনার কারণে সীমিত পরিসরে পবিত্র হজ আয়োজনের খবর প্রকাশের পর কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সৌদি আরবের বাংলাদেশি মালিকানাধীন হোটেল ব্যবসায়ীসহ হজ এজেন্সিগুলো।
হজের সময় ঘনিয়ে আসলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় হজের বুকিং নিতে পারছেন না তারা। এদিকে, সৌদি প্রশাসনের একটি অংশ চলতি বছর হজ বাতিলের পক্ষে মত দিয়েছেন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সৌদি আরবেও ব্যাপকভাবে করোনার সংক্রমণ এবং মৃত্যু বাড়তে থাকায় গত ২৭ ফেব্রুয়ারি হজ ও ওমরাহ ভিসা স্থগিত করা হয়।
এমন পরিস্থিতিতে এ বছর পবিত্র হজ পালন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি সৌদি সরকার। কোনো সিদ্ধান্ত আসার আগে হজের বুকিং না করার আহ্বান জানিয়েছেন দেশটির হজ বিষয়ক মন্ত্রী।
সৌদি সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেয়ায় নানা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন দেশটির বাংলাদেশি মালিকানাধীন হোটেল ব্যবসায়ী ও হজ এজেন্সিগুলো।
হজ ফরজ হওয়ার পর থেকে ইসলামের ইতিহাসে নানা সময়ে হজ ও ওমরাহ বন্ধ ছিল। যুদ্ধ-বিগ্রহ, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, মহামারীর প্রাদুর্ভাব ও বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেকবার এ ধরনের ঘটনা ঘটেছে।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ্ব এ বছর মহামারী করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের মুসলমানদের অংশগ্রহণে না হলেও স্থানীয় পর্যায়ে সীমিত আকারে সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
-এটি