বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

আল্লামা আহমাদ শফীর সুস্থতা কামনায় মারকাযুদ দিরাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: হেফাজতে ইসলামের আমির ও দেশের বরেন্য আলেমেদ্বীন আল্লামা শাহ আহমাদ শফীর সুস্থতা কামনা করে রাজধানীর মিরপুরস্থ মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্’য় একটি বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) এশার নামাজের পরে মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যার কনফারেন্স রুমে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্ব সভাপতির বক্তৃতায় মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্-ঢাকার পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি বলেন, খলীফায়ে মাদানী আল্লামা শাহ আহমাদ শফী কেবল হাটহাজারী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস নন,বরং তিনি একাধারে ইসলাম রক্ষার সকল আন্দোলনের নি:স্বার্থ ও নিবেদিত প্লাটফর্ম হেফাজতে ইসলামের মুহতারাম আমির, সম্মিলিত কওমী মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলিয়ার মহামান্য চেয়ারম্যান, এককথায় তিনি বর্তমান মুসলিম উম্মাহর এক অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার।

‘হযরত মাওলানা হুসাইন আহমাদ মাদানী রহ. তাকে যখন খিলাফত ও ইজাযাত দিয়েছিলেন, তখন তার বয়স ছিলো মাত্র ২৩ বছর। অল্প বয়সী আলেমকে খেলাফত ও ইজাযাতের মত আধ্যাত্মিকতার স্পর্শকাতর দায়িত্ব প্রদান করায় হযরত মাদানী রহ. এর আশেপাশের লোকজন কানাঘুষা করতে থাকলে হযরত রহ. জবাবে বললেন-আমি কেন তাকে খেলাফত ও ইজাযাত দিয়েছি তা আমি জানি। তোমরা তার বয়স নিয়ে আপত্তি করছো, শুনে রাখো একদিন এমন দিন আসবে যখন গোটা দেশবাসী তার কথায় উঠবে বসবে ইনশাআল্লাহ!’

‘قلندر ہرچہ گوید دیدہ گوید বুদ্ধিমানরা যা বলেন তা তাদের দূর দর্শন থেকেই বলেন’। আল্লামা মাদানী রহ. সেইদিনের কথা বাস্তবেই পরিণত হয়েছে। এজন্য শুধু আনুষ্ঠানিকভাবে নয়; জীবন্ত এই কিংবদন্তি মহাপুরুষের জন্য আমাদের সবসময় দোয়া করা উচিৎ।

এতে উপস্থিত ছিলেন- দারুল উলূম-মিরপুর ১৩ এর মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ, বারিধারা মাদরাসার সহকারী নাযিমে তা'লীমাত মুফতি হাবিবুর রহমান কাসেমী, জামিয়া মাহমুদিয়ার মাওলানা সানাউল্লাহ মাহমুদী এবং মারকাযের সিনিয়র শিক্ষক মুফতি আব্দুল আযীয ফরিদী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ