বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

জোনভিত্তিক লকডাউনে প্রধানমন্ত্রীর অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক যে লকডাউনের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উত্থাপন করা হয়েছে, তাতে তিনি অনুমোদন দিয়েছেন। ওই পরিকল্পনা অনুযায়ী, সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন ও অন্যান্য ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রিশিয়েট করেছেন। তিনি বলেছেন, যে আইনটি ব্যবহার করে জোনিং করার চিন্তা-ভাবনা করা হচ্ছে, সেটা পৃথিবীর সব দেশেই করা হচ্ছে। এর সুবিধাও আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য এক্সিকিউটিভ মিনিস্ট্রি যদি মনে করে, কোনো এলাকাকে... রেড জোন হিসেবে ঘোষণা করার দরকার আছে, তাহলে করবে। এটা সবার জন্যই ভালো, কারণ সবাই তখন সতর্ক হতে পারবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, কোনো এলাকায় যদি বেশি সংখ্যক করোনার সংক্রমণ থাকে এবং মনে করা হয় যে, সেই এলাকাকে বিশেষভাবে নিয়ন্ত্রণের দরকার আছে- সে বিষয়ে গতলকালই সম্মতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ