আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমেদ আব্দুল কাদের বলেছেন, করোনার এই মহামারির মধ্যেও বিশ্বব্যাপী বর্ণ বৈষম্য মানুষের স্বাভাবিক জীবনকে করে তুলছে বিভীষিকাময়। বাড়ছে সাদা-কালোয় মারামারি হানাহানি। ছড়িয়ে পড়ছে অশান্তি আর বিশৃংখলা। ইসলাম বর্ণ বৈষম্য রোধে দিয়েছে সঠিক দিক নির্দেশনা। তাই এহেন পরিস্থিতিতে আমাদেরকে ইসলামের অনুপম সৌন্দর্য নিজেদের মাঝে প্রাকটিস এবং মানব সমাজে তা তুলে ধরতে হবে।
গত শনিবার (৬ জুন) সংগঠনের আমেরিকা শাখার উদ্যোগে আয়োজিত ইউ এস এ অবস্থানরত সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য এক Zomm meeting এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বিশ্বব্যাপী বৈদেশিক মহামারীতে আক্রান্ত বিশেষত আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির প্রত্যেক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মৃত্যুবরণকারীদের জন্য মহান আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদা কামনা করেন। সাথে সাথে বাংলাদেশের নাজুক পরিস্থিতি তুলে ধরে প্রবাসী ভাইদেরকে অতীতের ন্যায় অসুস্থ অভাবী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আমেরিকা খেলাফত মজলিসের সভাপতি ও ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব ও ইউরোপ জোনের পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, সংগঠনকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সৌহার্দমূলক সম্পর্কের সুদৃঢ় ভিত্তি স্থাপন করতে হবে। ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপনকারী নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলে প্রবাসে শত ব্যস্ততার মাঝেও দ্বীন প্রতিষ্ঠার মহান দায়িত্বকে অগ্রাধিকার দিতে হবে।
শাখা সেক্রেটারি, বিশিষ্ট কমিউনিটি নেতা মুহাম্মদ ইউসুফ জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন মিশিগান থেকে মাওলানা মুহিউদ্দিন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নিউইয়র্কের বিশিষ্ট চিকিৎসক ডা. এন রহমান, নর্থ আমেরিকা পরিচালক, প্রবীণ রাজনীতিবিদ, কানাডা কমিউনিটির পরিচিত মুখ মাওলানা আব্দুল বাসিত।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউ এস এ বায়তুলমাল সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, নিউইয়র্ক সভাপতি মাওলানা হামিদুর রহমান আশরাফ, সেক্রেটারি রেদোয়ান আহমেদ, প্রবীণ সংগঠক মুহাম্মদ এনামুল হক্ব, সাবেক ছাত্রনেতা মাওলানা মুহিউদ্দীন, উবায়দুল্লাহ আনসারী, মাহবুবুল করিম, সৈয়দ কামরান আহমদ দুলাল, আলতাফ আহমদ, মাওলানা হেলাল আহমদ, মাওলানা মওদুদ আহমেদ, মাওলানা ফাহাদ আহমদ, আমিনুল ইসলাম, বদরুল ইসলাম প্রমুখ।
-এএ