বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

আল্লামা আহমদ শফীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন কওমি কাউন্সিলের চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আব্দুস সামাদ দেশের সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া করার আহ্বান জানিয়েছেন।

আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কওমি কাউন্সিলের চেয়ারম্যান বলেন, আল্লামা শাহ আহমদ শফী সারা বিশ্বের জন্য নেয়ামত স্বরূপ। বাংলাদেশের অসংখ্য ছাত্র ও শিক্ষকদের শিক্ষক তিনি। শেষ বয়সেও বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সাহসী বীরের মতো।

আজ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বয়সের ভারে নুয়ে পড়ছেন। আজ কয়েকদিন যাবত চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। আমরা আশা করি অবস্থা উন্নতির দিকে ইনশাআল্লাহ।

বিবৃতিতে কওমি কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, "আমরা আশা রাখবো তিনি অচিরেই রোগ মুক্ত হবেন এবং আমাদের নেতৃত্বে আবারও ফিরে আসবেন। জাতির এই ক্রান্তিকালে দেশ ও জাতির বুজুর্গ এ আলেমের বড়ই প্রয়োজন।"

এছাড়াও দেশের সকল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের কাছে দোয়ার আবেদন করেছেন কওমি কাউন্সিলের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আব্দুস সামাদ।

বিবৃতিতে তিনি লিখেছেন, আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আল্লামা শাহ আহমদ শফীর জন্য দোয়া করি। বেশি বেশি কুরআন তেলাওয়াত করে তার রোগ মুক্তি কামনা করি। তাহাজ্জুদে দাঁড়িয়ে আমাদের রাবারের কথা স্মরণ করে রব্বে কারীমের পায়ে সেজদায় কান্না করি।

ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে আবার আমাদের নেতৃত্ব দেবেন এই প্রত্যাশা বাংলাদেশ কওমি কাউন্সিলের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ