আওয়ার ইসলাম: র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার দিবাগত রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই এসব তথ্য জানিয়েছেন তিনি। স্ত্রী ও নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন জনস্বার্থে নানা অভিযান চালিয়ে আলোচিত এই ম্যাজিস্ট্রেট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ওই স্ট্যাটাসে সারোয়ার আলম বলেন, আগে দেয়া নমুনা পরীক্ষার শনিবার রাতে পেয়েছেন। রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। সেইসঙ্গে তার স্ত্রীর রেজাল্টও কোভিড-১৯ পজিটিভ এসেছে। তাকে ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
নিজে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে সরোয়ার আলম বলেন, তারা দুইজন আক্রান্ত হলেও দুই সন্তান সুস্থ আছেন।
উল্লেখ্য, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৬ জন। তারমধ্যে এ পর্যন্ত ৮৪৬ জন মারা গিয়েছে। মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৩২৫ জন।
-এএ
