বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শ্রমিকদের অবস্থা পরিবর্তন না করে বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ সৌদি পৌঁছেছেন সাড়ে ৯ হাজার হজযাত্রী ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’ হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর উপন্যাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত তুলে ধরেন তিনি দারুল উলূম রামপুরার কেনা জায়গা দখলের পাঁয়তারা, নির্মাণকাজে বাধা

মধ্যবাড্ডার জামিআতুল বালাগ আল ইসলামিয়ায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মধ্যবাড্ডার আদর্শনগর এলাকায় জামি‘আতুল বালাগ আল ইসলামিয়া মাদরাসায় বিভিন্ন বিভাগে ভর্তি চলছে।

মাদরাসার বিভাগসমূহ এবং বৈশিষ্ট: ১. আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর)

ক. মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকাতে ৪ বছর প্রশিক্ষণপ্রাপ্ত ফারেগীনদের নেগরানীতে ও তার সিলেবাস অনুযায়ী পাঠদান। খ. প্রচলিত অর্থনীতি-সমাজতন্ত্র ও পুঁজিবাদ, ব্যাংক, বীমা, কোম্পানী ও শেয়ার বাজার সম্পর্কে জ্ঞান অর্জন।

গ. ফৌজদারী আইন, দেওয়ানী আইন ও রাষ্ট্র বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্রের আধুনিক বিষয়গুলোর ইসলামী নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জন। ঘ. দাওরায়ে হাদীসে মুমতায/ জায়্যিদ জিদ্দান, মেধাবী পরিশ্রমী ও অধ্যয়নমনস্ক চরিত্রবান ছাত্রদেরকে ভর্তি করা হবে।

২. কিসমুল আদাবিল আরাবী (উচ্চতর আরবী সাহিত্য বিভাগ)

ক. বিশিষ্ট আরবী সাহিত্যিক শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ও মাওলানা সফিউল্লাহ ফুওয়াদ দা.বা. এর সরাসরি শাগরীদগণের দ্বারা পাঠদান। খ. দাওরায়ে হাদীসে মুমতায/জায়্যিদ জিদ্দান,মেধাবী পরিশ্রমী ও অধ্যয়নমনস্ক চরিত্রবান ছাত্রদেরকে ভর্তি করা হবে

৩. কিসমুল লুগাহ আল আরাবিয়া (আরবী ভাষা ও নাহু সরফ বিভাগ)

ক. হেদায়াতুন নাহু থেকে দাওরা পর্যন্ত যে কোন জামাতের মেধাবী পরিশ্রমী ও অধ্যয়নমনস্ক চরিত্রবান ছাত্রদেরকে ভর্তি করা হবে। খ. যে কোন আরবী কিতাবের ইবারত সহিহ-শুদ্ধভাবে পড়া ও বুঝার উপর জোর প্রদান। গ. সহজ উপায়ে নহবী ও সরফী কাওয়ায়েদের তাতবীক ও তারকীব শিক্ষা দান। ঘ. ছাত্রদের ইলমী যোগ্যতা অনুসারে আরবী তা‘বীর ও ইনশার মান উন্নয়ন।

৪. কিতাব বিভাগ (মাদানী নেসাবের ১ম ২য় বর্ষ) ৫. নূরানী, নাযেরা ও হিফয বিভাগ

ক. অভিজ্ঞ শিক্ষক দ্বারা আধুনিক পাঠ পরিকল্পনার মাধ্যমে পাঠদান। খ. কওমী মাদরাসার শিক্ষাবোর্ডের অধীনে হাফেয ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা। ঘ. দারুল উলূম নিযামিয়া মোমেনশাহী এর অনূকরণে পাঠদান।

মোবাইল: ০১৮১৭৫১০১৮০, ০১৭৩৫৮৪৮০৩২, ০১৮৩৪৫২৪২৮৫। যাতায়াত: মধ্যবাড্ডা লিংকরোড নেমে আদর্শনগর গলিতে মেডিলিংক হাসপাতালের পিছনে, শ-৫৮, আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ