আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে সামরিক হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হচ্ছে।
বীর বাহাদুর উশৈসিং-এর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তার একান্ত সচিব রাসেল হোসেন। তিনি বলেন, দুই তিনদিন আগে তার জ্বর ছিল, এরপর তার পরীক্ষা করার পর কোভিড-১৯ শনাক্ত হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বলেন, বান্দরবান থেকে যাদের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল, শনিবার রাতে তাদের মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মন্ত্রী বীর বাহাদুর তাদের একজন।
-এএ