আওয়ার ইসলাম: অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে এখন তিনি সুস্থ আছেন।
বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান।
তিনি বলেন, পুরানো অ্যাজমার সমস্যা ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় সিএমএইচে ভর্তি হন প্রধান বিচারপতি। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তার শরীরে সোডিয়াম লেভেলের পরিমাণ কিছুটা নিচে নেমে গেছে। তাকে এখন হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।
তবে তিনি বর্তমানে সুস্থ আছেন জানিয়ে মোহাম্মদ সাইফুর রহমান বলেন, স্বাস্থ্যগত বিষয় নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই। হাসপাতালের কেবিনে থেকেই এই দুই দিনে অন্তত ১০০টি ফাইলে স্বাক্ষর দিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধান বিচারপতি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। তাকে আপাতত পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।
-এএ