আওয়ার ইসলাম: রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এতে হাসপাতালটির প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত একজনের স্বজন। তার নাম রোনাল্ড নিকি গোমেজ।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই তোফাজ্জল হোসেন। তিনি বলেন, নিহতের এক স্বজন বুধবার রাত ৯টার দিকে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা করেছেন। মামলায় ইউনাইটেড হাসপাতালের সিইও (প্রধান নির্বাহী), এমডি, চিকিৎসক ও নার্সসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এ বিষয়ে তদন্তের প্রস্তুতি নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনারোগীদের ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)।
-এএ