আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, পুরো বিশ্ব যখন করোনায় বিপর্যস্ত এমতাবস্থায় ওয়াসার বিল বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের মানুষ এমন এক পর্যায়ে পৌছেছে, মানুষ খেয়ে বেঁচে থাকাটাই কষ্ঠসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সবকিছুর সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে জিনিসপত্রের দাম, যা চরম অমানবিক। একদিকে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে ৬০ ভাগ। অপরদিকে নিত্যপয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি।
নেতৃদ্বয় আরও বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব আছে বলে মনে হয় না। ওয়াসা বিলসহ গণপরিবহনের বর্ধিত বাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখতে সিন্ডিকট ভেঙ্গে দেয়ার দাবি জানান নেতৃদ্বয়।
-এএ