বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

আজ থেকে মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়াহ’য় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া’য় ১৪৪১-১৪৪২ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি আগামীকাল থেকে শুরু হবে।

যেসব বিভাগে ভর্তি হওয়া যাবে: ক. আততাখাসসুস ফী উলূমিল হাদীসিশ শরীফ, খ. আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা, গ. কিসমুত তাদরীব ফিদ দাওয়াহ ওয়া আদাবিহা, ঘ. কিসমুদ দিরাসাত লি-আকীদাতি খাতমিন নুবুওয়াহ

বর্তমান পরিস্থিতির কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির জন্য নিম্নোক্ত কার্যক্রম অনুসরণ করার অনুরোধ করেছে মাদরাসা কতৃপক্ষ: ১. ১০ শাওয়াল বুধবার হতে ১২ শাওয়াল জুমাবার পর্যন্ত নিম্নোক্ত নাম্বারে ফোন করে ভর্তির আবেদন নিবন্ধন করতে হবে।

ক. ০১৭২২-৮১৬৮৮৫, খ. ০১৭৪৩-৭৪৭৩১৮, গ. ০১৮৪২-০২১৫৪৩। ফোন করার সময় : সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

২. ভর্তির আবেদন নিবন্ধন করার জন্য যেসব তথ্য জানাতে হবে: ক. নাম, খ. পিতার নাম, গ. ঠিকানা, ঘ. বর্তমান অবস্থান, ঙ. দাওরায়ে হাদীস কোথায় পড়েছেন, চ. যারা ইতিমধ্যে হাইআর পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের দাওরার ফলাফল।
ছ. যারা হাইআর পরীক্ষার্থী তাদের জন্য মিশকাত জামাতের সালানা ইমতিহান এবং দাওরায়ে হাদীসের ছেমাহী/শশমাহী ইমতিহানের নম্বরপত্র, জ. আপনাকে সহজে পাওয়া যায় এমন একটি ফোন নম্বর, ঝ. কোন বিভাগে দাখেলা নিতে চান।

নিবন্ধনের পর কাছাকাছি সময়ে আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে।

ভর্তি পরীক্ষার জন্য আসার সময় যা সঙ্গে আনবেন : ক. জাতীয় পরিচয়পত্র (না থাকলে জন্ম নিবন্ধন), খ. উপরোল্লিখিত নম্বরপত্রের মূলকপি, গ. স্বাস্থ্যবিধি মেনে আসবেন।

যাতায়াত : মারকাযের প্রধান প্রাঙ্গণ

১. গাবতলী থেকে সাভারের দিকে যেতে হেমায়েতপুর নেমে সিএনজিতে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা।

সিএনজি/গাড়ি নিয়ে সরাসরি মারকাযুদ দাওয়াহ্য় আসতে চাইলে কুরাইশ নগর পাকা মসজিদের উত্তর পাশ দিয়ে পশ্চিমে এসে মারকাযের দক্ষিণ দিক থেকে প্রবেশ করতে হবে।

২. কদমতলী জিঞ্জিরা অথবা বসিলা মোহাম্মাদপুর থেকে কলাতিয়া হয়ে আলীপুর ইটাভাটা ব্রিজ। ওখান থেকে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ ইসলামিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ