বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

রাজউকের দুই কর্মকর্তার করোনা, ভবন আংশিক লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই কর্মকর্তার করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এ ঘটনায় রাজউকের এনেক্স ভবনের চতুর্থ তলার একাংশ লকডাউন করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজউকের পরিচালক (প্রশাসন) শারমিন জাহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, রাজউকের চেয়ারম্যানসহ কয়েকজন কর্মকর্তা বর্তমানে বাসায় কোয়ারেন্টিনে আছেন।

করোনা শনাক্ত হওয়া দুজন হলেন- রাজউকের স্থাপত্য শাখার কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং রাহাত মুসলেমিন। নমুনা পরীক্ষায় সোমবার তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

শারমিন জাহান বলেন, ওই দুই কর্মকর্তার কোভিড-১৯ নিশ্চিত হওয়ার পর আমাদের সতর্ক থাকতে বলা হয়েছে। রোববার আমরা যারা তাদের সঙ্গে কাজ করেছি বা ছিলাম, তারা বাসায় অবস্থান করছি।

আক্রান্ত মোস্তাক আহমেদ জানিয়েছেন, সাধারণ ছুটি শুরুর পর বাসা থেকে আর বের হননি তিনি। তবে ঈদের আগেরদিন বাসায় এক বন্ধু এসেছিলেন। ঈদের পর ওই বন্ধুর কোভিড-১৯ ধরা পড়ার বিষয়টি জানতে পারি। এরপর রোববার নিজের নমুনা পরীক্ষা করতে দেই। পরদিন নমুনা পরীক্ষার রেজাল্টে করোনা পজিটিভ ধরা পড়ে।

তিনি বলেন, এমনিতেই আমার শরীরে কোনো সিম্পটম নেই, কোনো সমস্যাও নেই। পজিটিভ এসেছে, তাই বাসায় আছি। অফিসেও গিয়েছিলাম গত দুদিন। তবে কারও সংস্পর্শে যাইনি।

বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত ৫২ হাজার ৪৪৫ জন কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ রোগে এখন পর্যন্ত মারা গিয়েছেন ৭০৯ জন। মৃতদের মধ্যে রাজউকের সাবেক চেয়ারম্যান এম বজলুর করিম চৌধুরীও রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ