শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যু সংখ্যাও বেড়ে চলছে। মোট মৃত্যু এরই মধ্যে ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ৬২ লাখ।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে কভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৭৫ হাজার ৫০০।
দেশ হিসেবে মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, ১ লাখ ৫ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয়স্থানে রয়েছে যুক্তরাজ্য, ৩৯ হাজার ছাড়িয়েছে।

ইতালি আছে তৃতীয়স্থানে ৩৩ হাজার ৪০০ মৃত্যু নিয়ে। চতুর্থস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ৩০ হাজার ছুঁই ছুঁই।পঞ্চমস্থানে থাকা ফ্রান্সে মৃত্যু ২৮ হাজার ৮০০ ছাড়িয়েছে।

এদিকে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৬৫ হাজার। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ আক্রান্ত নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, ১৮ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। পাঁচ লাখ ২৬ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে ব্রাজিল।

তৃতীয়স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। পঞ্চমস্থানে আছে স্পেন ২ লাখ ৩৯ হাজার আক্রান্ত।

এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে, ২ লাখ ছুঁই ছুঁই। আক্রান্তের তালিকায় সপ্তমস্থানে আছে দেশটি। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০।

বিশ্বজুড়ে সুস্থতার সংখ্যাও বাড়ছে। মোট সুস্থের সংখ্যা ২৭ লাখ ছুঁই ছুঁই।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ