রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

সাতক্ষীরায় বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় ঘূর্ণিঝড় 'আম্পানে'র তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া একটি বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার ভোররাত থেকে জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজারাখালী এলাকার ওপর বয়ে যাওয়া খোলপটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের কার্যক্রম শুরু করে সশস্ত্র বাহিনীটির একটি দল।

শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে যশোর সেনানিবাসের লে. কর্নেল আনোয়ার হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করে। এলাকাবাসী এ কাজে সেনাবাহিনীর দলটিকে সহযোগিতা করছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল হোসেনসহ শ্রীউলা ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন লে. কর্নেল আনোয়ার হোসেন। এ সময় তাদের সঙ্গে সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোস্তফা কামাল জানান, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে জেলার হাজরাখালী, লেবুগুনিয়া, দাতিনাখালী, হিজলিয়া, কামালকাটি, চাকলা, কোলা, ঘোলা, কুড়িকাউনিয়া ও মারিয়ালা এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এসব উপকূলীয় এলাকার বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করছে সেনাবাহিনী।

লে. কর্নেল আনোয়ার হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার ও জনসাধারণকে সম্পৃক্ত করে সেনাবাহিনী বাঁধ সংস্কার ও রক্ষার কাজ শুরু করেছে। বাঁধ সংস্কারের প্রয়োজনীয় মালপত্র সেনাবাহিনীর পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে। এছাড়া এ কাজে যত জনবল প্রয়োজন তা নিয়োগ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ