রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৮০ দশমিক ১৩শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। এই হিসেবে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ লাখ ১২৫ জন। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

পাশের দিক থেকে ছেলেদের হার হচ্ছে ৮০ দশমিক ১৭ এবং মেয়েদের ৮০ দশমিক ১০ শতাংশ। ৪ জেলায় ২১টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করলেও ২টি প্রতিষ্টানের একজন শিক্ষার্থী পাশ করেনি। বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ২৪ হাজার ৮৩৪ জন।

এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন।

তিনি বলেন,এবার ৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১ লাখ ২৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা নিয়ে নবগঠিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহের ১৩১টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।

তিনি আরও জানান, জেলা ভিত্তিক ফলাফলে ময়মনসিংহ জেলায় পাশের হার ৮০ দশমিক শূণ্য ৫, শেরপুর জেলায় ৮৩ দশমিক ১৭, নেত্রকনো জেলা ৭৯ দশমিক ৭৪ এবং জামালপুর জেলায় ৭৮ দশমিক ৯৩ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ