আওয়ার ইসলাম: কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৫৭ হাজারের বেশি।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৫৭ লাখ ৮৮ হাজার ৭৮২ জন। বর্তমানে ২৯ লাখ ৩৩ হাজার ৭৬৪ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৫২ হাজার ৯৭৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৪ লাখ ৯৭ হাজার ৫৯৩ জন সুস্থ হয়ে উঠেছে এবং তিন লাখ ৫৭ হাজার ৪২৫ জন রোগী মারা গেছে। চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
-এটি