আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী (৬০)।
বুধবার মধ্যরাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দেশে করোনাভাইরাসে আরো বেশ কয়েকজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হলেও এই প্রথম কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার মৃত্যু হল।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের ৮ ব্যাংক কর্মকর্তা। মৃতের এই তালিকায় একজন পরিচালকও আছেন। এছাড়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬০ জন ব্যাংক কর্মকর্তা।
আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকে, বিভিন্ন শাখা মিলিয়ে এই ব্যাংকের ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরপরই আছে ইসলামি ব্যাংক, সংক্রমিত হয়েছেন ১০ জন। এছাড়া সাউথইস্ট ব্যাংকে ৩ জন, রূপালী ব্যাংকে ৩, অগ্রণী ব্যাংকে ৩, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২, সিটি ব্যাংকে ২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১, মার্কেন্টাইল ব্যাংকে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
-এটি