বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

অনুমতি না দিলে নিজেরাই শনাক্তকরণ কার্যক্রম শুরু করব: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী তিন-চার দিনের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করোনা শনাক্তকরণ 'জিআর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিটের' অনুমোদন না দিলে স্থগিত থাকা কোভিড-১৯ শনাক্ত কার্যক্রম ফের শুরু করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে গণস্বাস্থ্যের কিট দিয়ে করোনা শনাক্ত কার্যক্রম শুরু করার কথা ছিল। কিন্তু আপাতত কার্যক্রম বন্ধ রাখতে ওষুধ প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। কেন তারা এই অনুরোধ করলো তা জানি না। তবুও তিন-চার দিন অপেক্ষা করব।

এর মধ্যে অনুমোদন না দিলে আমরা নিজেরাই করোনা শনাক্তকরণ কার্যক্রম আরম্ভ করে দেব। ওষুধ প্রশাসন যা ইচ্ছা করে, করুক, যোগ করেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, গত বছর ডেঙ্গুর সময় কিট অনুমোদন দিতে ওষুধ প্রশাসনের মাত্র একদিন সময় লেগেছিল। আর রেমডেসিভির ইনজেকশন এক সপ্তাহের মধ্যে অনুমোদন দিয়ে দিয়েছিল। ভালোমতো না হলে এই ইনজেকশন অনেক বেশি বিপজ্জনক হতে পারে। তারপরও দ্রুত সেটির অনুমোদন দিয়ে দিয়েছে।

অথচ তিন মাস হতে চললেও এখনো করোনা শনাক্তকরণ কিটের অনুমোদন দেয়া হয়নি। বিএসএমএমইউ ইতোমধ্যে ৩০০ কিটের কার্যকর পরীক্ষা করে ফেলেছে। তারা চাইলেই এখন এই ৩০০ কিটের ভিত্তিতে অনুমোদন দিয়ে দিতে পারে। কিন্তু তারা কবে নাগাদ রিপোর্ট দিতে পারে, সেটা আমরা জানি না।

তিনি বলেন, ওষুধ প্রশাসন যদি বিএসএমএমইউকে অনুরোধ করে বলতো আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে, তাহলে এতদিনে অনুমোদন হয়ে যেত। কিন্তু তারা এখন অনুমোদন না দিয়ে অনৈতিক-অর্বাচীন কাজ করছে। তবুও তিন-চার দিন অপেক্ষা করব। এরপর নিজেরাই করোনা শনাক্তকরণ কার্যক্রম আরম্ভ করে দেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ