আওয়ার ইসলাম: কোভিড-১৯ সংক্রমণের মধ্যে কানাডা থেকে দেশে ফিরে এসেছেন ১৯৫ বাংলাদেশি। শুক্রবার (২২ মে) কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান বলেন, গতকাল সকাল ৭টা ৪০ মিনিটে কানাডা থেকে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ১৯৫ বাংলাদেশি ঢাকা আসেন।
করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বের বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিনদেশে আটকা পড়েন।
এরই মধ্যে লন্ডন, সৌদি আরব, ব্যাঙ্কক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশী দেশে ফিরেছেন।
-এএ