বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

১ লাখ ৭৬ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বললেন, ঘূর্ণিঝড় আম্ফানে সারা দেশে এক লাখ ৭৬ হাজার সাত হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বোরো ধানের মত প্রধান ফসলের খুব বেশি ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী কৃষির ক্ষয়ক্ষতি নিয়ে অনলাইন প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এসব জমিতে থাকা বিভিন্ন ফসলের ৫-৫০ শতাংশ পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ স্থানেই ধান কাটা সম্পন্ন হয়ে গেছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে। তাছাড়া ঘূর্ণিঝড় আম্ফান আসার সংবাদ আমরা গত ১৫ তারিখের মধ্যেই জানতে পারি। ফলে যথাযথ প্রস্তুতি গ্রহণ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো গেছে।

এদিকে আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সুন্দরবন উপকূলীয় এলাকা। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, ভেঙ্গেচুড়ে একাকার হয়ে গেছে গাছপালা। ভারী বর্ষণ ও তীব্র জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য ফসলি জমি ও মাছের ঘের।

সড়কে বড় বড় গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে সারারাত চলা তাণ্ডবে বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে গোটা সুন্দরবন উপকূল। বিশেষ করে খুলনার কয়রা, দাকোপ, সাতক্ষীরার শ্যামনগর, বাগেরহাটের মোংলা ও শরণখোলা উপজেলাসহ বিস্তীর্ণ জনপদ বিধ্বস্ত হয়ে গেছে।

এসব এলাকায় প্লাবিত হয়ে ভেসে গেছে অসংখ্য সাদা মাছ ও চিংড়ি ঘের। প্রচুর পরিমাণে গাছপালা, কাঁচা, আধাপাকা ঘরবাড়ি, রাস্তা ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় অন্তত ১০০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ