মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
‘কার্যকর বিচারব্যবস্থা অনুপস্থিত থাকায় দেশে অপরাধ প্রবণতা বাড়ছে’ নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

বাংলাদেশ ও কাতারে মানবতার সেবায় আলনূর কালচারাল সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

ধর্মীয় ও সাংস্কৃতিমূলক সংগঠন আল নূর কালচারাল সেন্টার কাতার করোনা মহামারির এই সময়ে দুস্থ প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষের সাহায্যে নিয়োজিত রয়েছে।

সংগঠনটি ইতিমধ্যে "আলনূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ" -এর সহায়তা কার্যক্রমের আওতায় ঢাকায় মাওলানা ইসহাক আহমদ, মুন্সীগন্জে মাওলানা শরাফতুল্লাহ নদভী ও নোয়াখালীতে মাওলানা জূনাইদের তত্ত্বাবধানে প্রায় অর্ধশত আলেম পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে।

অপরদিকে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদিকা পারভীন ইসলামের নেতৃত্বে সাভারে অর্ধশত বিধবা ও অভিভাবকহীন পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দেয়া হয়।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের অর্থ প্রেরণ করা হয়। আলনূর মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর জানান,কর্তব্যের তাগিদে বিদেশে থাকলেও প্রবাসীর মন জুড়ে থাকে স্বদেশ।

ইসলামী শিক্ষা রমজানের শাশ্বত আহবান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আলনূর সদস্যবৃন্দ কাতারে ও বাংলাদেশে
সাহায্য তৎপরতায় অংশ নিয়েছে।

আলনূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশের পরিচালক মাওলানা আনসারুল হক ইমরান বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগময় মূহুর্তে দুস্থ মানবতার কল্যাণে নিবেদিত এই আয়োজনে যারা আর্থিক সাহায্য করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বছরব্যাপী এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ