আওয়ার ইসলাম: উপকূলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী সংকট মোকাবেলার পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বুধবার) সকালে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী এই নিদেশ দেন।
তিনি বলেন, আমফান মোকাবেলার সার্বিক প্রস্তুতি রয়েছে সরকারের। আমফান মোকাবেলায় সরকার সফল হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রতি মুহূর্তে দুর্যোগের পরিস্থিতি মনিটর করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই করোনা সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-এটি